botv.নিউজ
মোকতাদির চৌধুরী এমপি এবং জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয় ১০ (দশ) শতাংশ খাস ভূমি বরাদ্দ করেছে।
স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মতিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্ গত ২৮ মার্চ ২০১৭ইং তারিখে জেলা প্রশাসক বরাবর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন নির্মাণের জন্য পুরাতন জেলখানার পুকুরের উত্তর পাড়, পশ্চিম পাইকপাড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বি এস ১৬৮ দাগের ১০ (দশ) শতাংশ ভূমি বরাদ্দের আবেদন জানালে তদন্তক্রমে জেলা প্রশাসক ভূমি মন্ত্রণালয় বরাবর প্রস্তাব পাঠালে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ৩০ জানুয়ারী ভূমি বরাদ্দ অনুমোদন করে।
বরাদ্দ প্রস্তাবে স্থানীয় সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর সদয় সম্মতি ও দ্রুত অনুমোদনে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান’র ভূমিকা ও অবদানের জন্য কৃতজ্ঞতাচিত্তে ধন্যবাদসহ অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলার মুক্তিযোদ্ধাগন। অভিনন্দন বার্তায় তারা তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply