চাকুরি জাতীয়করণের দাবিতে সরকারি কলেজ কর্মচারিদের মানববন্ধন


botvনিউজ:
চাকুরি জাতীয়করণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারিরা মানববন্ধন করেছে। মঙ্গলবার কলেজের মুল গেইটের সামনে বে-সরকারি কর্মচারি সমিতি আয়োজিত মানববন্ধনে ৪৪ জন কর্মচারি অংশ নেয়।

মানববন্ধন চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বে-সরকারি কর্মচারি সমিতির সভাপতি সমীর দাসের সভাপতিত্বে ও সদস্য মুজিবুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক সুমন উদ্দিন, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন টোটন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া, প্রচার সম্পাদক বাবুল মিয়া ও সদস্য মোঃ কাউছার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মোট ১৬টি বিভাগে ৪৮ জন চতুর্থ শ্রেণীর কর্মচারি কাজ করছেন। তাদের মধ্যে সবাই ১২ থেকে ১৮ বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাদের মধ্য থেকে মাত্র চারজনের চাকুরি জাতীয়করণ করা হয়েছে। বাকি ৪৪ জনের চাকুরি অনতিবিলম্বে জাতীয়করণ করার দাবি জানান তারা।

###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..