স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, তাঁর মেয়ে, বোন, গৃহপরিচারিকা ও গাড়ি চালক করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া নমুনা পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাঁর গাড়ি চালক আবুল কাশেমের করোনা পজিটিভ আসে।
তিনি জানান, এর আগে ইউএনও হালিমা খাতুনের কন্যা, বোন ও গৃহপরিচারিকার করোনা পজিটিভ আসে। সোমবার ইউএনও হালিমা খাতুনের শরীরের অসুস্থতা দেখা দিলে মঙ্গলবার দুপুরে তিনি ও তার গাড়ি চালক স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। টেস্ট রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন মোবাইল ফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ও তাঁর পরিবারের সকলেই বাসায় আইসোলেশনে আছেন। তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশা চেয়েছেন।

নাসিরনগরের ইউএনও মেয়েসহ করোনায় আক্রান্ত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩৩ নম্বরে ফোন পেয়ে অসহায় ৮৩টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।
সোমবার বিকেলে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে খাদ্য সহায়তা তুলে দেন।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, দুটি সাবান, দুটি মাস্ক ও ১ কেজি লবণ দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউনের কারনে সাময়িক কর্মহীন হয়ে পড়া লোকজন খাদ্য সহায়তার জন্য “৩৩৩” নম্বরে মোবাইল ফোনে আবেদন করলে আমরা তাদের বাড়ি খাবার পৌছে দিচ্ছি।

সোমবার বিকেলে ১০৭টি আবেদন যাছাই-বাচাই করে ৮৩ জনের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।

৩৩৩ ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ পরিবারে খাদ্য খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে এরা মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়, তিনজন নবীনগর উপজেলায় ও একজনের বাড়ি আখাউড়া উপজেলায়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের ফেসবুক পেইজে এই তথ্য দেয়া হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪১৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১৫৪জন, নাসিরনগর উপজেলায় ১২জন, সরাইল উপজেলায় ৫জন, আশুগঞ্জ উপজেলায় ৭জন, বিজয়নগর উপজেলায় ৮জন, নবীনগর উপজেলায় ১১০জন, আখাউড়া উপজেলায় ৭জন, কসবা উপজেলায় ৭৯জন ও বাঞ্চারামপুর উপজেলায় ৩১জন রয়েছেন।

ফেসবুক পেইজে আরো বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এপর্যন্ত ৮৫১৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৯২১জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টানে আছেন ২২৭ জন, হাসপাতালের আইসোলেশনে আছেন ৬৮জন, সেলফ আইসোলেশনে আছেন ৩৪১৩ জন ও এ পর্যন্ত মারা গেছেন ১১৬ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ একরামউল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন৷

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু

ফেসবুকে আমরা..