স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম-(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নিরাপদ মাতৃত্ব, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নারী ও শিশুর প্রতি সহিংসতারোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহাররোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহনে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রুমে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউছার।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার তানভীর হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভুইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিত দাস, ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ, তথ্য আপা ঝরনা আক্তার, ইউপি সদস্য নারগিছ আক্তার, মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, পুরহিতসহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

নাসিরনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯” বিষয়ে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ আলোচক ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম।

সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক মোঃ শফিকুর রহমান প্রমুখ।

সরাইলে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় রুবিনা আক্তার-(৩৫) নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী মুর্শিদ মিয়া। আজ দুপুরে ২৫০ শষ্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রুবিনা আক্তারের লাশ রেখে স্বামী মুর্শিদ মিয়া পালিয়ে গেছে।

গৃহবধূ রুবিনা আক্তার জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা গ্রামের প্রবাসী মুর্শিদ মিয়ার স্ত্রী।

রুবিনা আক্তারের পরিবারের সদস্যদের দাবি স্বামী মুর্শিদ মিয়া মারধোর শেষে রুবিনার মুখে বিষ ঢেলে দিয়ে তাকে হত্যা করেছে।
রুবিনার স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে মুর্শিদ মিয়ার সাথে রুবিনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১২ ও ১০ বছরের দুটি ছেলে রয়েছে। বিয়ের পর মুর্শিদ মিয়া বিদেশে চলে যায়। ১০ বছর বিদেশ থেকে কয়েক মাস আগে মুর্শিদ মিয়া দেশে চলে আসেন।

রুবিনার ভাই শরীফ ও বোন নাসরিন আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে মুর্শিদ মিয়া রুবিনাকে মারধোর করতেন। বৃহস্পতিবার সকালেও মুর্শিদ রুবিনাকে মারধোর করে। এক পর্যায়ে রুবিনা অচেতন হয়ে গেলে তার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে মুর্শিদ রুবিনার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায়।

রুবিনার মা হেলেনা আক্তারও অভিযোগ করে বলেন, রুবিনাকে মুর্শিদ মিয়া মারধোর শেষে মুখে বিষ দিয়ে হত্যা করেছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানতে পেরিছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামীর পলায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কারাবন্দিদের মাঝে মাদকের কুফল, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে মাদকবিরোধী সচেতনতামূলক সভা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার কার্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেব উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মোঃ ইকবাল হোসেন।

উক্ত সচেতনতামূলক সভায় কারাবন্দিদেরকে মাদকের বিরুদ্ধে শপথ করানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..