botvনিউজ:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ্ আলমগীরের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক মুতাছিম বিল্লাহ, সাংবাদিক মোঃ আরজু, আল আমীন শাহীন, রিয়াজ উদ্দিন জামি, কাউসার এমরান, সৈয়দ মো. আকরাম ও আব্দুন নূর।
সভায় বক্তারা বরেণ্য সাংবাদিক শাহ্ আলমগীরের সাথে নিজেদের স্মৃতিচারণ করে বলেন, শাহ্ আলমগীর একজন আপাদস্তক সাংবাদিক ছিলেন। তাঁর রন্দ্রে রন্দ্রে ছিল সংবাদ ও সাংবাদিকতা। কীর্তিমান এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক অঙ্গণে যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়। তবে শাহ্ আলমগীর তাঁর কর্মগুণে আজবীন বেঁচে থাকবেন সবার মনে।
###