botv নিউজ:

আজ শনিবার বাংলা নববর্ষ ১৪২৫। পহেলা বৈশাখের উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-১৪- এর ভৈরব ক্যাম্পের উদ্যোগে মহাসড়কে সন্ত্রাস বিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের খাটিহাতা বিশ্বরোড মোড়ে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার নেতৃত্ব দেন র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। এ সময় অতিরিক্ত ক্যাম্প কমান্ডার চন্দন কুমার দেবনাথ সহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

মহড়া চলাকালে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মাহফুজুর রহমান বলেন, শনিবার পহেলা বৈশাখ। এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বৈশাখী উৎসব, মেলা অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে কোন গোষ্ঠী যাতে কোন ধরনের নাশকতা না করতে পারে এ জন্য র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা তৎপর থাকবেন। এজন্যই মহড়া হচ্ছে।
###

পহেলা বৈশাখ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে র‌্যাবের মহড়া অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..