botv.নিউজ

মোকতাদির চৌধুরী এমপি এবং জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয় ১০ (দশ) শতাংশ খাস ভূমি বরাদ্দ করেছে।
স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মতিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্ গত ২৮ মার্চ ২০১৭ইং তারিখে জেলা প্রশাসক বরাবর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন নির্মাণের জন্য পুরাতন জেলখানার পুকুরের উত্তর পাড়, পশ্চিম পাইকপাড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বি এস ১৬৮ দাগের ১০ (দশ) শতাংশ ভূমি বরাদ্দের আবেদন জানালে তদন্তক্রমে জেলা প্রশাসক ভূমি মন্ত্রণালয় বরাবর প্রস্তাব পাঠালে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ৩০ জানুয়ারী ভূমি বরাদ্দ অনুমোদন করে।

বরাদ্দ প্রস্তাবে স্থানীয় সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর সদয় সম্মতি ও দ্রুত অনুমোদনে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান’র ভূমিকা ও অবদানের জন্য কৃতজ্ঞতাচিত্তে ধন্যবাদসহ অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলার মুক্তিযোদ্ধাগন। অভিনন্দন বার্তায় তারা তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য ভূমি বরাদ্দ দেওয়ায়

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুয়ার সম্রাটখ্যাত মতি মিয়ার (৩৫) নেতৃত্বে চলছে জুয়ার মহোৎসব। তার বিরুদ্ধে রয়েছে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ। স্থানীয় ইউপি সদস্যসহ কারো বাঁধা নিষেধই মানছে না মতি। উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের মুসা মিয়ার ছেলে মতি নিয়মিতই পরিচালনা করছেন জুয়া। আর ওরস বা মেলা পেলেতো কথাই নেই।

গ্রামের প্রভাবশালী কতিপয় ব্যক্তির সহযোগীতায় তিনি এখন বেপরোয়া। গত বৃহম্পতিবার ও শুক্রবার ইছহাক কাজীর ওরসকে কেন্দ্র করে রাতভর চলেছে চলছে জুয়ার মহোৎসব।সরজমিনে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছর ইছহাক কাজীর ভক্তবৃন্দরা ৩ দিনের ওরস পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার থেকে সেখানে শুরু হয়েছে ওরস। শেষ দিন ছিল গত শুক্রবার।

ওই গ্রামের মতি মিয়া প্রথম দিন থেকেই ওরসে রাতভর জুয়া বসিয়ে ব্যবসা করছেন। গত শুক্রবার শেষ দিন হওয়ায় মতির নেতৃত্বে মাজারের পাশের খালি মাঠে ৫-৬টি জুয়ার ঘর বসিয়ে জুয়া খেলা হয়। এলাকার ও উপজেলার বিভিন্ন স্থানের পেশাদার জুয়ারীরা এখানে জুয়া খেলে। অনেকেই এখানে তিনদিন জুয়া খেলে নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছে। অভিযোগ রয়েছে স্থানীয় কিশোর-যুবকরা এখানে জুয়া খেলে দিন দিন বখে যাচ্ছে। এলাকাবাসী জানান, মতির জুয়ার আসরে সহযোগীতা করেন প্রয়াত ইছহাক কাজীর ভাতিজা রব্বান মিয়া। এছাড়া নূরুল হক, হারুন মিয়া, কবির মিয়াসহ গ্রামের প্রভাবশালী অনেকেই এই জুয়ায় সহযোগীতা করেছেন। কমিটির কয়েকজনকে ম্যানেজ করেই মতি জুয়া পরিচালনা করে থাকেন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ নিয়াশাহ বলেন, শুরু থেকেই জুয়ায় বাঁধা দিয়ে আসছি। শুক্রবার রাতে জুয়ার ঘর ছিড়ে ফেলেছিলাম। জুয়ারিরা উল্টো আমাকে হুমকি দেয়। কারন স্থানীয় অনেক প্রভাবশালী লোক জুয়ারিদের পক্ষে থাকে। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, বিটঘর গ্রামের ৩ দিনের ওরসের বিষয়টি আমাদেরকে কেউ অবহিত করেনি।
###

দেখার কেউ নেই প্রভাবশালীরা ম্যানেজ ॥ সরাইলে জুয়ার মহোৎসব

botv.নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য, ডাকসুর সাবেক জি.এস এবং সাবেক সংসদ সদস্য জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় স্মরনসভা করেছে জেলা আওয়ামীলীগ।

গত শনিবার সন্ধ্যায় পৌর আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
পৌর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে আল-মামুন সরকার বলেন, জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন ছিলেন প্রকৃত অর্থেই একজন গণমানুষের নেতা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ব্যাপারে ব্যাপারে তিনি ছিলেন ভীষণ দরদী। তার অকাল মৃত্যু আমাদের অভিভাবক শূণ্য করে ফেলে। জাতি-রাষ্ট্র ও সমাজের কল্যাণে তিনি যে অপরিসীম অবদান রেখেছেন তা অনুসরণীয়। মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব, মুক্তিযুদ্ধ সংগঠনে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের তার অবদানই তাকে জাতীয় নেতার মর্যাদা দিয়েছে।

###

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের স্মরনসভা অনুষ্ঠিত।

ফেসবুকে আমরা..