botvনিউজ:

সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বলেছেন, সদর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক। তিনি মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সদর উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন,আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউপি চেয়ারম্যানদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। সেজন্য ইউপি চেয়ারম্যানদেরকে নিজ নিজ এলাকার প্রতি খেয়াল রাখার আহবান জানান। তিনি রাতের বেলা সড়ক-মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্নস্থানে পুলিশী টহল বাড়ানোর জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, বাসুদেব ইউপি চেয়ারম্যান মোবাশ্বের আলম ভূইয়া, সাদেকপুর ইউপি চেয়ারম্যান অ্যাডঃ আবদুল হাই, মজলিশপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, রামরাইল ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, বুধল ইউপি চেয়ারম্যান আবদুল হক, মাছিহাতা ইউপি চেয়ারম্যান আলামিনুল হক, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনসহ আইন-শৃংখলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
###

সদর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকাল ৪টায়  প্রায় ১৫০ হিজড়া’দের মাঝে কম্বল বিতরণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের  এর পক্ষ থেকে কম্বল বিতরণ করেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)জনাব মোহাম্মদ ইকবাল হোসাইন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন, হিজড়া জনগোষ্ঠিকে কোন ভাবেই আলাদা করে দেখার বা সামাজিক ভাবে তাদেরকে অমর্যাদা করার কোন সুযোগ নেই । তারা ও আমাদের মতই মানুষ । তাদের ও রয়েছে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার। জন্মের পর থেকে তাদেরও রয়েছে সাধারণ মানুষের মত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ সকল প্রকার সুযোগ সুবিধা পাবার । তাই সকলকে স্ব-স্ব অবস্থান থেকে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ব্যক্তি প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সদর দপ্তর সিনিয়র সহকারি পুলিশ সুপার ,  জেলা বিশেষ শাখা সহকারি পুলিশ সুপার ও জেলা  বিশেষ শাখা ডিআইও-১ ।

হিজড়াদের মাঝে কম্বল বিতরণ করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

ফেসবুকে আমরা..