আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

আশুগঞ্জের টোলপ্লাজা এলাকা থেকে পৃথকভাবে অভিযান চালিয়ে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। আজ সকাল ১০:৩০  মিনিটে এক গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তারা দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ১। জহিরুল ইসলাম (২৪), পিতা-মৃত মুমিন মিয়া, সাং-কালিপুর উত্তরপাড়া, ২। জীবন বিশ্বাস (২০), পিতা-অবিনাশ বিশ্বাস, সাং-রাম শঙ্করপুর, উভয়থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ।  এ সময় আসামীদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সিমান্তবর্তী এলাকা দিয়ে চালানকৃত গাঁজা জেলায় নিয়ে আসত। এবং সেই গাঁজার চালানটি ভৈরবের এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

প্রেস রিলিজ

3 responses to “আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব”

  1. Neurontine says:

    Best Online Site For Genuine Cialis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..