প্রশ্ন ফাঁস রোধে ব্যবস্থা গ্রহনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশ্ন ফাঁসের কারণ, ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সদস্য নন্দিতা গুহ।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, সিনিয়র শিক্ষক মনসুর আলী, এইচএসসি পরীক্ষার্থী মহিব সাগর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য কবি জয়দুল হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁস শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন ধুলিস্যাৎ করার শামিল। তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, প্রশ্ন ফাঁসের মাধ্যমে এই মেরুদন্ডকে ভেঙ্গে দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে। মানববন্ধন পরিচালনা করেন সনাক সদস্য মোহাম্মদ আরজু।
###

2 responses to “প্রশ্ন ফাঁস রোধে ব্যবস্থা গ্রহনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..