উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে ছাত্রমৈত্রীর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে গতকাল সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতা-কর্মীরা।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ছাত্র মৈত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান ও জেলা ছাত্রমৈত্রীর সাবেক আহবায়ক মুহয়ী শারদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপিটি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের পর জেলা ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে স্মারকলিপির একটি অনুলিপি প্রদান করেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..