বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কংগ্রেসকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলার মির্জাপুরে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ও ভূপেষ চৌধরী গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ।

বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাধারন সম্পদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট মোঃ নাসির মিয়া।

সম্মেলনে বক্তারা সামাজিক নায্যতা, সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়ন হয়েছে তাতে কোন সন্দেহ নেই। তবে দেশের সম্পদ মুষ্ঠিমেয় লোকের কাছে কেন্দ্রীভূত হয়েছে। যার ফলে উন্নয়নের পাশাপাশি ব্যাপক বৈষম্যের সৃষ্টি হচ্ছে। গ্রাম এবং শহরের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। বক্তারা বলেন,

স্বাধীন মত প্রকাশের জন্য পিটুনী দিয়ে হত্যা গনতন্ত্রের জন্য ভয়ংকর। বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের লড়াইয়ে ওয়ার্কার্স পার্টির কোন বিকল্প নেই। মুক্তিযুদ্ধের চেতনার বিকল্প শক্তি হিসেবে ওয়ার্কার্স পার্টিকে গড়ে তুলতে হবে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..