তিউনিসিয়া ফেরত ১৭জনের মধ্যে ৪জনের বাড়ি আখাউড়ায়

botvনিউজঃ

তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে তিন সপ্তাহ ভেসে থাকা অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশী ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন গত শুক্রবার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন। ফেরত আসা ১৭ জন বাংলাদেশীর মধ্যে ৪ জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

এরা হলেন, উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের হেবজু মিয়ার ছেলে সাহাজুল খন্দকার-(২৩), একই গ্রামের ইউনুছ জমাদারের ছেলে ইদ্রিস জমাদার-(২৪), উপজেলার হীরাপুর বড় কুড়িপাইকা গ্রামের আবদুল আহাদ শিকদারের ছেলে নেয়ামত শিকদার-(১৮) এবং উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে আবু বক্কর ছিদ্দিক-(২৩)।

পুলিশ জানায়, তিন সপ্তাহ তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ভেসে থাকা অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশী ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন শুক্রবার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিউনিসিয়া থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, ইমিগ্রেশন পুলিশ তাদের নাম ঠিকানা নিশ্চিত করেছেন। ভুক্তভোগীরা যদি এই বিষয়ে কোন অভিযোগ দেয়, তাহলে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..