আবৃত্তি শিল্পী শরীফ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় শোক মিছিল অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আবৃত্তি শিল্পী শরীফ মুহাম্মদ সাঈম স্মরণে শুক্রবার শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা ১১টায় স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে তিনদিনের শোক কর্মসূচীর অংশ হিসাবে এই শোক মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে শোক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও সহকারি পরিচালক উত্তম কুমার দাসের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দিতা গুহ, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক এটিএম ফয়েজুল কবীর, নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, খেলাঘর আসর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মোঃ মনির হোসেন, সহকারি পরিচালক বাছির দুলাল, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ সদস্য সচিব হৃদয় কামাল,

রক্তদানকারী সংগঠন আত্মীয় পরিচালক সমীর কুমার চক্রবর্তী, আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্রের পরিচালক শারমিন সুলতানা, জেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া প্রমুখ।

উল্লেখ্য গত ২২ মে দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয় শরীফ মুহাম্মদ সাঈম।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..