ব্রাহ্মণবাড়িয়ায় ৭দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় গত রোববার ৭ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর আয়োজনে এই উৎসব শুরু হয়। উৎসবের সার্বিক সহযোগীতায় রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের ভোগ্য পণ্য “ প্রাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক” এবং “ফ্রুটফান বিস্কুট”।

রোববার সন্ধ্যা সোয়া ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ৭দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।

বৈশাখী উৎসবের আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।

আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস.আর ওসমান গনি সজীব ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। উদ্বোধনী আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উৎসব উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় ২৬টি স্টল বসানো হয়েছে। উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..