একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলে নাসিরনগর ও সরাইলে জেলা প্রশাসকের মতবিনিময়

botvনিউজ:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারি, সূধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান।

বুধবার দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চন সুষ্ঠুভাবে ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা হাজী আবদুল বাকি, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, রুবেল মিয়া ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমুখ।

এর আগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীজনদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মনিরুজ্জামান ফকির, ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর,

অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, আব্দুল জব্বার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. মজিবুর রহমান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংবাদিক মোঃ শফিকুর রহমান, জাপা নেতা হুমায়ুন কবির, ত্রিতাল সঙ্গীত একাডেমির অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, ন্যাপ নেতা আবদুল জব্বার ও সুকের পরিচালক মোমিন হোসেন।

মতবিনিময় সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..