সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কসবায় বিজিবি’র মতবিনিময় সভা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সীমান্ত এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।]

বৃহস্পতিবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের সোনার বাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আমিরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ও বায়েক ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইকবাল হোসেন।

বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা থানা উপ-পরিদর্শক মোঃ হারুনুর রশীদ, বায়েক ইউনিয়ন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জাব্বার ও সোনার বাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ।

সভায় বক্তাগন বলেন চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার মাদক পাচাররোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া সীমান্তবর্তী এলাকার জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনি সহায়তার মাধ্যমে সন্ত্রাসী ও চোরাচালানীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। নারী ও শিশু পাচার রোধে অভিভাকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- অভিভাবক-শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..