“ শেখ হাসিনা সড়ক” সড়কের নির্মানকাজে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিজয়নগর উপজেলার সাথে জেলা সদরের সংযোগ স্থাপনকারী “ শেখ হাসিনা সড়ক” বিজয়নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন । এই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই শেখ হাসিনা সড়কের নির্মান কাজ শেষ করতে হবে।

তিনি গতকাল বুধবার সকালে শেখ হাসিনা সড়কের নির্মান কাজ পরিদর্শনকালে একথা বলেন। তিনি বলেন, সড়কের নির্মানকাজে কোন অনিয়ম হলে, কোন ধরনের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, চর-ইসলামপুর ইউপি চেয়ারম্যান দানা মিয়া ভূইয়া, পওন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান রতন, সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সুজন দত্ত, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম ভূইয়া প্রমুখ।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..