ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শষ্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে (ছেলে শিশু) উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরের ডাস্টবিন থেকে এই নবজাতকটিকে উদ্ধার করা হয়। বাবু নামে এক অ্যাম্বুলেন্স চালক নবজাতকটিকে উদ্ধার করেন। নবজাতকটি বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

অ্যাম্বুলেন্স চালক বাবু জানান, রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার সময় শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে তিনি ডাস্টবিনের কাছে গিয়ে একটি নবজাতক পড়ে থাকতে দেখেন। পরে তিনি শিশুটিকে ডাস্টবিন থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করেন।

জেলা সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট ডাঃ ইকবাল হোসেন বলেন, নবজাতকটি এখন সুস্থ্য আছে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, শিশুটি পুরোপুরি সুস্থ্য হলে সরকারি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..