এক নজরে নাসিরনগর উপজেলা

 সাধারণ তথ্য:

(ক)     উপজেলার নামঃ  নাসিরনগর                      

(খ) জেলার নামঃ       ব্রাহ্মণবাড়িয়া।

(গ)      উপজেলার আয়তন:  ৩১১.৬৬ বর্গ কিঃ মিঃ     

(ঘ) লোকসংখ্যা :        ৩,০৯,০১১ জন।

(ঙ)      ইউনিয়নের সংখ্যা : ১৩ টি                         

(চ)  মৌজার সংখ্যা :     ১০১টি

(ছ)      উপজেলায়/তার সীমান্তে বহমান নদী/শাখা নদীসমূহের নাম:  মেঘনা, তিতাস, বলভদ্র, লঙ্গণ, বেমালিয়া , করাতি,                           খাস্তি  ও  চিকনদিয়া।

(জ)     পোস্ট অফিসের  সংখ্যা      :  ১৭টি                                 

(ঝ) ব্যাংকের সংখ্যা  :  ০৭টি

 

 উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান তথ্য :

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা

মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা

ডিগ্রি কলেজের সংখ্যা

ইন্টারমিডিয়েট কলেজের সংখ্যা

মাদ্রাসার সংখ্যা

সরকারি

রেজিস্টার্ড বেসরকারি

কমিউনিটি

সরকারি

বেসরকারি

সরকারি

বেসরকারি

সরকারি

বেসরকারি

উচ্চতর

এবতেদায়ি

৮০টি

৩৫টি

০৫টি

০১টি

১৫টি

০২টি

০৭টি

১০টি

 

 হাট-বাজার  তথ্যঃ

ক্যালেন্ডার ভূক্ত হাট-বাজারের মোট সংখ্যা

ইজারা প্রদানকৃত হাট-বাজারের সংখ্যা

হাট-বাজারের ইজারা থেকে মোট আয়ের পরিমান (বন্টনের পূর্বে)

চলতি ১৪২০বাংলা

১৯ টি

১৭টি

২২,৬৬,৮৫৫.০০টাকা

 

 স্বাস্থ্য বিভাগ তথ্যঃ

(ক) স্বাস্থ্য কমপে­ক্স             = ০১টি   

(খ)  বেড সংখ্যা                   =৫০টি       

(গ) কমিউনিটি ক্লিনিক       = ১০টি     

(ঘ)  উপ-স্বাস্থ্য কেন্দ্র           =  ০৩টি         

(ঙ) পল্লী স্বাস্থ্য কেন্দ্র            =  ০১টি   (বেড-১০টি)।

 

 নির্বাচনী এলাকা তথ্যাদি : ব্রাহ্মনবাড়িয়া -১ আসন, বর্তমানে নাসিরনগর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..